সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st সেপ্টেম্বর ২০২১
তুঁতচারা উত্তোলন, রোপন ও রোপনোত্তর পরিচর্যার নির্দেশনাবলী
তুঁতচারা উত্তোলন, রোপন ও রোপনোত্তর পরিচর্যার নির্দেশনাবলী
তুঁতচারা উত্তোলনের সময় করণীয়:
- তুঁতচারা জমিতে রসের পরিমান বেশী থাকলে চারা উত্তোলন করা যাবে না;
- তুঁতচারা উত্তোলনের সময় শিকড় ও কান্ডের বাকল অক্ষত রাখতে হবে;
- উত্তোলিত তুঁতচারার শিকড় কমপক্ষে ৯ ইঞ্চি রাখতে হবে;
- তুঁতচারার মাদার কাটিংস কাটা যাবে না এবং অক্ষত রাখতে হবে;
- তুঁতচারা উত্তোলনের সময় ধারালো কোদাল ব্যবহার করতে হবে;
তুঁতচারা সংরক্ষণকালীন করণীয়:
- তুঁতচারা ছায়াযুক্ত জায়গায় খাড়া অবস্থায় সংরক্ষণ করতে হবে;
- উত্তোলিত চারা বান্ডিল করে সাথে সাথে গাছের ছায়ায় খাড়া করে রাখতে হবে;
- এসময় বান্ডিলের চারিপাশে কচুরীপানা অথবা আগাছা দিয়ে ঢেকে রাখতে হবে এবং মাঝে মাঝে পানি ছিটিয়ে দিতে হবে;
- উত্তোলিত তুঁতচারা ২(দুই) দিনের মধ্যে রোপনের ব্যবস্থা নিতে হবে;
তুঁতচারা রোপন এবং রোপনোত্তর পরিচর্যার জন্য অবশ্যই করণীয়
- তুঁতচারা রোপনের ১৫ দিন আগে ১.৫ ফুট দৈঘ্য, ১. ৫ ফুট প্রস্থ এবং ১.৫ ফুট উচ্চতা সম্পন্ন গর্ত করতে হবে;
- প্রতি গর্তে ২ কেজি গোবর, ২৫ গ্রাম টিএসপি এবং ১৫ গ্রাম এমওপি সার ঝুরঝুরে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে মাটিতে পর্যাপ্ত রস থাকে;
- গর্ত মাটি দিয়ে ভরাট রাখতে হবে। রোপনের সময় গর্তের মাটি উলট-পালট করে চারা রোপন করতে হবে। এক্ষেত্রে গর্তে পর্যাপ্ত রস থাকতে হবে;
- যদি মাটিতে পর্যাপ্ত রস না থাকে তবে সাথে সাথে গর্ত করে রোপন করতে হবে এবং রোপনের পর পরিমিত মাত্রায় সার দিতে হবে;
- ১ লিটার পানিতে ২ গ্রাম ডাইথেন এম-৪৫ এর দ্রবণে তুঁতচারার শিকড় জীবানুমুক্ত করে নিতে হবে;
- চারার গোড়ার অংশ মাটির ৯ ইঞ্চি গভীরে পুঁততে হবে;
- চারা থেকে চারার দূরত্ব ৪ হাত বা ৬ ফুট হতে হবে;
- মাটি ঝুরঝুরা করে গর্তের মাঝখানে চারা লাগাতে হবে এবং চারা লাগানোর পর মাটি ভালভাবে চেপে দিতে হবে;
- রোপনকৃত চারাকে ৬ ফুট বাঁশের খুঁটির (১ ফুট মাটির নীচে ও ৫ ফুট মাটির উপরে) সাপোর্ট দিয়ে সূতলী দ্বারা ৩টি স্থানে বাঁধন দিতে হবে;
- রোপনকৃত চারার কুঁশি বের হওয়ার পর ৬ ফুট উপরে টপ কাটিং করতে হবে। টপ কাটিংয়ের ১ ফুটের মধ্যে কমপক্ষে ৫টি কুঁশি রেখে নীচের কুঁশিগুলো ধারালো ছুরি দিয়ে কেটে দিতে হবে;
- চারা লাগানোর ৩ মাস পর প্রয়োজনীয় মাত্রায় সার প্রয়োগ করে সেচ দিতে হবে;
- চারার গোড়ার মাটিতে রস না থাকলে পানি সেচ দিতে হবে;
- চারা গাছ রোগ বালাই, পোকা মাকড় ও গরু ছাগলের হাত থেকে রক্ষা করতে হবে;
Array
(
[id] => 6af6cbf8-d011-4090-b7c2-d32f07e51c59
[version] => 61
[active] => 1
[publish] => 1
[created] => 2018-04-30 07:46:06
[lastmodified] => 2025-04-28 12:17:51
[createdby] => 189
[lastmodifiedby] => 188
[domain_id] => 6325
[office_id] =>
[menu_id] =>
[title_bn] => মহাপরিচালক
[title_en] => Director General
[body_bn] =>
[body_en] =>
[userpermissionsids] =>
[uploadpath] => 3ef891f8-a98d-4bce-a7d4-4677af1ea7f4
[userip] => 127.0.0.1
[useragent] => Mozilla/5.0 (Windows NT 10.0; Win64; x64) AppleWebKit/537.36 (KHTML, like Gecko) Chrome/135.0.0.0 Safari/537.36
[usergeo] =>
[is_right_side_bar] => 0
[office_head_photo] => Array
(
[0] => Array
(
[name] => 2025-04-22-06-23-143990311191af31bfedccd1913ab37a.jpg
[caption_bn] => মোঃ শফিকুল ইসলাম
[caption_en] => MD. Shafiqul Islam
[link] =>
)
)
[office_head_description] => মহাপরিচালক
[office_head_des_bn] => মোঃ শফিকুল ইসলাম
( অতিরিক্ত সচিব)
মহাপরিচালক
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী
বস্ত্র ও পাট মন্ত্রণালয়
ফোন (অফিস) :
[office_head_des_en] =>
MD. SHAFIQUL ISLAM
(Additional Secretary)
Director General
Bangladesh Sericulture Development Board, Rajshahi
Ministry of Textiles and Jute
Phone (Office): 025888-55816
[designation] =>
[designation_new_bn] =>
মহাপরিচালক
[designation_new_en] =>
Director General
[weight] => 1
)
=======================
কেন্দ্রীয় ই-সেবা
সামাজিক যোগাযোগ
জরুরি হেল্পলাইন নম্বর
