ভোলাহাটের পূণ্য ভূমি রেশম চাষের মাতৃভূমি |
মৌসুম এখনো হয়নি সারা নিয়ে যা ভাই তুঁতের চারা |
জমির আইল পতিত ভুইঁ ভরে দে ভাই তুঁত রুঁই |
সাড়া জেগেছে রেশম চাষে দেখে যা ভাই ঘরে এসে |
ভালবীজে অধিক ফলন করবো সবাই পলু পালন |
রেশম চাষে এলো জোয়ার দাম বেড়েছে রেশম কোয়ার |
রেশম বোর্ড দিচ্ছে ডাক দারিদ্র সব নিপাত যাক |
থাকিসনা আর ঘরে বসে মনদে ভাই রেশম চাষে |
সমৃদ্ধি আনে রেশম চাষে থাকবো না আর ঘরে বসে |
করো সবাই রেশম চাষ থাকবে সুখে বারো মাস |
রেশম গুটি কাঁচা সোনা এতো আয় যায়না গোনা |
করো যদি রেশম চাষ আসবে টাকা বারো মাস |
রেশম চাষে দিলে মন ঘরে আসবে লক্ষ ধন |
তুঁত চাষ করো জোড়াসারি আসবে টাকা কাড়িকাড়ি |